Print Date & Time : 26 July 2025 Saturday 1:15 pm

করোনায় ঢামেকের চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এখন পর্যন্ত ৫০ জন চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। কিন্তু মারা যাওয়ার ঘটনা আজই প্রথম ঘটে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আজ মঙ্গলবাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ডা. মনজুর রশীদ চৌধুরীকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে ধরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। ডা. মনজুর রশীদ চৌধুরী ঢামেকের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন।’

এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘আমার হাসপাতালের এখন পর্যন্ত ৫০ জনের মতো চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম। চিকিৎসক ছাড়াও ১০০ জনের মতো নার্স, ৪৫ জনের মতো কর্মচারী এবং পাঁচজন সিকিউরিটি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।’