করোনায় রাশিয়ায় একদিনে রেকর্ডসংখ্যক মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: সংক্রমণের নতুন ঢেউয়ে বিপর্যস্ত রাশিয়ায় এবার একদিনেই কোভিড-১৯ আক্রান্ত এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ একদিনে নতুন ৩৭ হাজার ৩৭৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্তের কথাও নিশ্চিত করেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর রাশিয়ায় একদিনে এর আগে এতো মানুষের মৃত্যু হয়নি। খবর রয়টার্স।

গত ৬ নভেম্বর দেশটিতে দৈনিক শনাক্ত ছিল ৪১ হাজার ৩৩৫, যাকে নতুন ‘ঢেউয়ের চূড়া’ বলা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ায় দৈনিক শনাক্তের পরিমাণ কমতে দেখা গেলেও গুরুতর আক্রান্তদের ‍মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, শেষ ২৮ দিনে রাশিয়ায় ১০ লাখ ৫৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে দেশটি কোভিড-এ ৩১ হাজার ৯০৯ জনের মৃত্যুও দেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট ৯০ লাখ ৬৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪৪৮ জনের।