Print Date & Time : 15 August 2025 Friday 12:57 pm

করোনায় ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি রহিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন। আজ রোববার সকাল ৮টা ১৪ মিনিটে আব্দুর রহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তাঁর লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়। এর আগে তাঁকে কয়েক দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে করোনা পজেটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থা খারাপ হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কতৃপক্ষ।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপিনেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।