Print Date & Time : 19 July 2025 Saturday 3:38 pm

করোনা উপসর্গ নিয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ হারালেন অধ্যাপক ডা. গোপাল শংকর দে। তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।গতকাল শনিবার রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে। প্রথম তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় আবার পরীক্ষা হয়। তবে দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘২১ তারিখ হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধ্যাপক গোপাল শঙ্কর করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার উপসর্গ দেখে আমরা আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিয়েছি।’

এদিকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গত ২৬ জুন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।