Print Date & Time : 18 July 2025 Friday 11:35 pm

করোনা থেকে শ্রমিকদের সুরক্ষায় মডেল গ্রুপের পদক্ষেপ

শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইসরাস থেকে নিজ কারখানার শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি জনগণের সেবার এগিয়ে এসেছে নারায়ণগঞ্জস্থ পোশাক তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে ক্রেতাদের চাহিদা অনুসারে পোশাক সরবাহের জন্য সরকারের দেওয়া নির্দেশনা মেনেই কারখানা চালু করা করেছে তারা। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা অনুসারে আমরা আমাদের কারখানা পরিচালনা করছি। এর ওপর ভিত্তি করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)-এর সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা একটি দল গঠন করেছি। ডাক্তার ও নার্সদের সম্বনয়ে তৈরি এ দলটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

সিসিডিএম’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানের নিজ হাতে গড়া মডেল গ্রুপ সব সময়ই আপামর জন সাধারণের সেবায় এগিয়ে এসেছে। এবার করোনা সংক্রমণের সময়েও এর ব্যতিক্রম ঘটেনি। সংবাদ বিজ্ঞপ্তি