Print Date & Time : 5 September 2025 Friday 7:11 pm

করোনা বাড়ছে, সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক; কয়েক দিন ধরে দেশে আবার বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘কভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।’
গতকাল সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন-বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।
কভিড এখনও নির্মূল হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, ‘কভিড এখনও আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সে বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’
এরই মধ্যে মন্ত্রী-এমপিরা আবার আক্রান্ত হচ্ছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।’ টিকা না নিয়ে থাকলে শিগগির নেয়ার জন্য অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে পরীক্ষা পদ্ধতিতে আরও স্বচ্ছতা আসবে।
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা গত অর্থবছরের তুলনায় চার হাজার কোটি টাকা বেশি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া খাতটিতে এ বছর পাঁচ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।