কর্ণফুলীর শেয়ার কিনবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট উদ্যোক্তা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির করপোরেট উদ্যোক্তা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ শেয়ার কিনবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করতে হবে।

গতকাল এ শেয়ারদর তিন দশমিক ৭৪ শতাংশ বা ৭০ পয়সা  বেড়ে প্রতিটি সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৯ টাকা ২০ পয়সা। দিনজুড়ে চার লাখ ৩২ হাজার ১৩৯টি শেয়ার ২৭৭ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৩ লাখ ৯৭ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১৮ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২০ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১০ টাকা ৯০ পয়সা থেকে ২০ টাকায় ওঠানামা করে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের সমান। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল এক টাকা ৩৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৩ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৪৭ পয়সা ও ১৭ টাকা ৮৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে পাঁচ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল এক কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২২ কোটি দুই লাখ টাকা।

চলতি হিসাবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৬ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে দুই পয়সা। ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত এনএভি ১৯ টাকা ৮৮ পয়সা। এটি  আগের বছরের একই সময় ছিল ১৮ টাকা ২৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে এক কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।