Print Date & Time : 12 September 2025 Friday 2:04 am

কর্মকর্তাদের জন্য ব্যাংক এশিয়ার বুনিয়াদি প্রশিক্ষণ

কর্মকর্তাদের জন্য ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ব্যাংক এশিয়া। গতকাল ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এমএ বাকী খলীলী রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, মানবসম্পদ বিভাগের প্রধান এস এম আনিসুজ্জামান ও এসইভিপি আল্্কনা কে. চৌধুরী, বিএআইটিডির প্রধান (চলতি দায়িত্ব) এম এসামুল আরিফিন এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের ৩৪ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি