জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কর্মসংস্থান ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বুধবার কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুউল আলম হানিফ। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেমা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওরঙ্গজেব প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি