Print Date & Time : 30 August 2025 Saturday 10:27 pm

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগের আয়োজনে এর আওতাধীন আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের (প্রধান শাখা, ঢাকাসহ) অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা গত শুক্রবার রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুল আমিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক গৌতম সাহা, মেহের সুলতানা ও মাহমুদা ইয়াসমীন। এ সময় ঢাকা বিভাগীয় উপমহাব্যবস্থাপক এসএম এমাম মাসুমের সভাপতিত্বে ১১টি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকসহ ৮২টি শাখার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি