কর্মসংস্থান ব্যাংকের ত্রৈমাসিক প্যাকেজের আওতায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচিতে ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ, মামলা নিষ্পত্তি, মুনাফা অর্জন ইত্যাদি সূচকের ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সম্প্রতি ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেমা এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান, মহাব্যবস্থাপক নির্মল নারায়ণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
