Print Date & Time : 13 August 2025 Wednesday 5:07 pm

কর দেওয়ার সুবিধার্থে কাল ব্যাংক খোলা

 

নিজস্ব প্রতিবেদক: আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে আগামীকাল শনিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলারে ওই নির্দেশ দেওয়া হয়।
আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের আমদানি করা পণ্যের শুল্ককর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। তবে ৩০ জুনের আগে ২৮ ও ২৯ জুন দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় কর প্রদানের সুবিধার্থে ২৯ জুন শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সার্কুলারে বলা হয়, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার্থে শনিবার সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার সুবিধার্থে ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তঃব্যাংক লেনদেন সম্পাদনের জন্য বিডিআরটিজিএস’র নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জারি করা এক সার্কুলারে বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।