Print Date & Time : 6 September 2025 Saturday 1:45 am

কর ফাঁকির অভিযোগে জাপানের অর্থ প্রতিমন্ত্রীর পদত্যাগ

শেয়ার বিজ ডেস্ক: জাপান সরকার অর্থ প্রতিমন্ত্রী কানদা কেনজির পদত্যাগ অনুমোদন করেছে, যিনি তার কোম্পানির জন্য কর দিতে বারবার ব্যর্থ হয়েছেন। খবর: জাপান টাইমস।

কানদা পদত্যাগপত্র জমা দেয়ার পর মন্ত্রিপরিষদ গতকাল সোমবার তা অনুমোদন করে।

বিষয়টি যেন সংসদীয় বিতর্কে অচলাবস্থার সৃষ্টি না করে, সে কারণে প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার স্থলে শিগগির অন্য কাউকে বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

কানদা ছিলেন সংসদের নিম্নকক্ষের আইনপ্রণেতা এবং একজন সার্টিফায়েড ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট।

গত সপ্তাহে সংসদের এক অধিবেশনে তিনি স্বীকার করেন, তার কোম্পানির সম্পত্তি কর কয়েক বছরের জন্য বকেয়া রয়েছে।

তিনি বলেন, কর কর্তৃপক্ষ চারবার কোম্পানির জমি ও ভবন বাজেয়াপ্ত করেছে। তিনি এজন্য ক্ষমা প্রার্থনা করেন।

কর ফাঁকির বিষয়ে তার ক্ষমা প্রার্থনা পরবর্তী সময়ে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।