কলকাতার পর বিধাননগরেও তৃণমূলের জয়

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধাননগর পৌরসভায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী সাবেক মেয়র সব্যসাচী দত্ত। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী। তার পদত্যাগের পর বিধাননগরের মেয়র পদের দায়িত্ব দেয়া হয়েছিল তৎকালীন ডেপুটি মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সব্যসাচী প্রত্যাবর্তন করেন তৃণমূলে। এ জয়ের মধ্য দিয়ে কলকাতার পর বিধাননগর পৌরসভায় জয়ী হলো তৃণমূল। খবর: আনন্দবাজার।

‘বিধাননগর’ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পূর্বে অবস্থিত একটি উপনগর। এই শহরটি সল্টলেক নামেও পরিচিত।

বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়েছিলেন সব্যসাচী দত্ত। তার প্রতিপক্ষ ছিল বিজেপির প্রার্থী দেবাশিস জানা। এদিকে ভোটের নিরিখে এগিয়ে রয়েছেন কৃষ্ণাও।

সব্যসাচী বলেন, ‘বিধাননগরের সমস্ত বাসিন্দাকে এই জয় উৎসর্গ করছি। এই জয়ের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়।’ তবে মেয়র কে হচ্ছেন, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

একই কথা বলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তিনি বলেন, রাস্তার ধারে তৃণমূলের পতাকা নিয়েও দাঁড়াতে পারি।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল পর্যবেক্ষণ করছে। দল দেখবে। আমরা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’