শোবিজ ডেস্ক: আগামীকাল রোববার কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে মঞ্চায়ন করা হবে বাংলাদেশের পদাতিক নাট্য সংসদের ‘গহনযাত্রা’। কলকাতায় শুরু হওয়া ‘লোকরঙ্গ ২০১৮’ উৎসবে এ নাটক মঞ্চস্থ হবে। পদাতিক নাট্য সংসদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে সেখানকার নাট্যদল কসবা অর্ঘ্য এ উৎসবের আয়োজন করে। আগামী রোববার এ উৎসব শেষ হবে। নাট্য দলটি জানায়, উৎসবে অংশ নিতে গতকাল শুক্রবার পদাতিক নাট্য সংসদ কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। আগামীকাল নাটকটি মঞ্চায়নের পরপরই তারা ফিরে আসবে ঢাকায়। রুবাইয়াৎ আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা। নাটকটির গল্পে বলা হয়েছে, এ ভূখণ্ডের কোনো এক স্থানে জš§ নেয় উগ্রপন্থা। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ এবং এ সময় ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে, কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। সালমা। বেঁচে গিয়ে ফিরে আসে সে খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে।