Print Date & Time : 27 August 2025 Wednesday 6:25 pm

কলকাতায় মুক্তি পেলো ৭ সিনেমা লোকসানের শঙ্কা

 

শোবিজ ডেস্ক: এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পেয়েছে সাতটি বাংলা সিনেমা। এর মধ্যে ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছয়টি। বিশ্লেষকরা বলছেন, এতে লাভের বদলে বরং বিপর্যয় তৈরি হতে পারে। পরিচালক-প্রযোজকরা মনে করছেন, এক সঙ্গে এতগুলো সিনেমার ভার বহন করা বাংলা বক্স অফিসের পক্ষে সম্ভব নয়। দুর্গাপূজায় এক সপ্তাহে মুক্তি পাওয়া সাত সিনেমার জন্য পশ্চিমবঙ্গে আছে ২৫০টি এক পর্দার হল ও হাতেগোনা কয়েকটি মাল্টিপ্লেক্স। সঙ্গে আছে চারটি নতুন হিন্দি, একটি হলিউড ও কিছু চলমান বাংলা সিনেমা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রডাকশন হাউজ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুক্তি দিয়েছে সৃজিত মুখার্জির অ্যাডভেঞ্চার ড্রামা ‘ইয়েতি অভিযান’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের গল্প নিয়ে তৈরি এ সিনেমায় কাকাবাবুর ভুমিকায় আছেন প্রসেনজিৎ। একই হাউজ থেকে আরও মুক্তি পেয়েছে ‘বোলো দু মাইকি’। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের পরিকল্পনা পরিষ্কার তারা জানিয়েছে, ‘ইয়েতি অভিযান’ শহরের দর্শকের জন্য আর ‘বোলো দু’ মাইকি’ গ্রামের দর্শকের। অভিনেতা ও রাজনীতিবিদ দেব অধিকারীর ‘ককপিট’ও মুক্তি পেয়েছে। আরও আছে যীশু সেনগুপ্ত অভিনীত ব্যোমকেশ বকশি সিরিজের নতুন সিনেমা ‘ব্যোমকেশ’ ও ‘অগ্নিবাণ’। আছে ‘প্রজাপতি বিস্কুট’ ও ‘শ্রেষ্ঠ বাঙালি’ নামে দুটি সিনেমা। আর মৈনাক ভৌমিকের চলচ্চিত্র ‘সার্কাস’ মুক্তি পেয়েছে গতকাল।