শেয়ার বিজ ডেস্ক: বিমস্টেকের (দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কো-অপারেশন) ত্রিপক্ষীয় মহাসড়ক চুক্তির আওতায় কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত সড়ক যোগাযোগ চালু হচ্ছে চার বছরের মধ্যে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
তবে বিশ্লেষকরা বলছেন, আরও কম সময়ের মধ্যে এ সড়কপথে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। কেননা ইতোমধ্যে শেষ হয়ে এসেছে প্রস্তুতির কাজ। বিমস্টেকের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক বছরের মধ্যেই শুরু হবে এই রোড পরিষেবা। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের বাণিজ্যমন্ত্রীরা ইন্ডিয়ান চেম্বার আয়োজিত বিজনেস কনক্লেভে যোগ দেয়ার পর এ তথ্য জানান।
প্রস্তাবিত প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ত্রিপক্ষীয় মহাসড়কটি কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত যাবে। পথে সুখোথাই, থাইল্যান্ডের মায়ে সোট, মিয়ানমারের ইয়াঙ্গুন, মান্দালে, কালেওয়ার মতো শহর হয়ে যাবে। এছাড়া ভারতে পৌঁছানোর আগে মিয়ানমারে তমুর মধ্য দিয়েও যাবে এ রাস্তা। ভারতে এই রাস্তা মোরে, কোহিমা, গুয়াহাটি, শ্রীরামপুর, শিলিগুড়ি থেকে কলকাতার মধ্য দিয়ে যাবে। এই সড়ক দিয়ে ২ হাজার ৮০০ কিলোমিটারের কিছু বেশি পথ অতিক্রম করবে। ভারতে সবচেয়ে বেশি বিস্তার হবে এই রাস্তার। ক্রমে সংকীর্ণ হতে হতে থাইল্যান্ডে গিয়ে সবচেয়ে সংকীর্ণ হবে এই পথ।
থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বিজয়ভাত ইসারভাকদি জানিয়েছেন, হাইওয়ে শুরু হচ্ছে ব্যাংকক থেকে, যা কলকাতায় গিয়ে শেষ হবে। থাইল্যান্ডের এই অংশের নির্মাণকাজ শেষের পথে।
তবে মিয়ানমারের অংশ তৈরি হতে আরও তিন বছর লাগবে বলে জানিয়েছেন সেখানকার বাণিজ্যমন্ত্রী অং নাইং উ।
থাই মন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের ওপর অনেক কিছু নির্ভর করছে। তিনি নির্দেশ দিয়েছিলেন মহাসড়কের মোট পথ ২ হাজার ৫০০ কিলোমিটারের বেশি হতে পারে।