শেয়ার বিজ প্রতিনিধি, ঝিনাইদহ : দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে প্রথমবারের মতো ঝিনাইদহের অঙ্কুর নাট্য একাডেমি আজ ভারতের উদ্দেশে রওনা হবে। এ উপলক্ষে একাডেমির অফিসে গত বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা। এর আগের রাতে জেলা প্রশাসক জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
অঙ্কুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস জানান, নাট্যকার মোহিত চট্টোপধ্যায় রচিত ‘সুন্দর’ নাটকটি সৌরভ চট্টোপধ্যায়ের নির্দেশনায় তিনি প্রযোজনা করবেন। ২১ অক্টোবর সন্ধ্যায় বর্ধমানের কমলাক্ষ্য রায় মঞ্চে, ২২ অক্টোবর বীরভ‚মের রবীন্দ্রভবন মঞ্চে, ২৩ অক্টোবর বীরভ‚মের শান্তিনিকেতনের উৎসর্গ মঞ্চে, ২৫ অক্টোবর হাওড়ার ভোলাগিরি কলামন্দির মঞ্চে এবং ২৬ অক্টোবর দৃশ্যভারতীর মুক্তাঙ্গণ মঞ্চে সুন্দর প্রদর্শিত হবার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নাটকে চরিত্রায়ণে ওহিদুজ্জামান অনিক, বিপি আক্তার নাহার, রমা চট্টোপধ্যায়, তামলিমা অক্তার তিন্নি, সুজন আলী, মীর আবদুল মান্নান, জামালে হোসেন, সাইফুল ইসলাম ও খাদিজাতুল ইসলাম রোজ ছাড়াও ১১ কলাকুশলী থাকছেন।