Print Date & Time : 19 August 2025 Tuesday 7:42 am

কলম্বোয় পৌঁছেছে ৭ ফুটবলার

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া চারজাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্যদিকে উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নেওয়া জাতীয় দলে ডাক পাওয়া সাত ফুটবলার এরই মধ্যে তাসখন্দ থেকে শ্রীলঙ্কা পৌঁছে গেছেন।

আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের বাকি ৩ দল হচ্ছে মালদ্বীপ, সিসেলস ও স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ সিসেলসের বিপক্ষে।
ঘরোয়া ফুটবলে আবাহনীর কোচের দায়িত্ব পালন করা পর্তুগালের মারিও লেমোস এই টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

কলম্বোয় পৌঁছানো সাত ফুটবলার হলো ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, মোহাম্মদ হৃদয়, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ ফাহিম ও মাহবুবুর রহমান সুফিল।