Print Date & Time : 28 August 2025 Thursday 5:03 pm

কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায়-শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ সোমবার বেলা দুইটায় এই সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আসতে শুরু করেন। ঢাকার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নেতা–কর্মীদের নিয়ে মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। সবুজ, খয়েরি, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে তাঁরা আসছেন।

ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তাঁরা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা মিছিলে এসেছে। ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন নেতা–কর্মীরা। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তাঁরা নেচে স্লোগান দিচ্ছেন।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, মাঠের বিভিন্ন অংশ ফাঁকা রয়েছে। তবে মাঠসংলগ্ন আশপাশের সড়েক বহু নেতা–কর্মী স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা থাকবেন সংসদে, আমরা থাকব রাজপথে।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে তার জবাব দেওয়া হবে।

নেতারা বলেন, দেশবাসী নৌকাকে ভোট দিয়ে এবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন।