Print Date & Time : 22 July 2025 Tuesday 8:59 am

কলারোয়ায় পচে যাওয়া ধানের চারা নিয়ে মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটী এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জলাবদ্ধতায় তলিয়ে থাকা পচা ধানগাছ নিয়ে ডিসি অফিস চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেন ভুক্তভোগী প্রান্তিক কৃষকরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন শহীদুল ইসলাম, রত্না খাতুন, পানি সেচ কমিটির সভাপতি আরিজুল ইসলাম, কৃষক আব্দুর রাজ্জাক, নুর ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উপজেলার মুরারীকাটী, কুমারনল ও কাশিয়াডাঙ্গা গ্রামের বিলের পানি দীর্ঘদিন ধরে নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। ফলে পানিতে তলিয়ে রয়েছে শত হেক্টর জমির ধান গাছ। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় গাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় দুই হাজার প্রান্তিক কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা শিগগির বিলের পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন।