প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরাগামী মাছবাহী একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫-২০ জন ব্যক্তি আহত হন। স্থানীয়দেও সহায়তায় আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।