শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন এনইউ উপাচার্য

কলেজগুলোতে শিক্ষকের অভাব দিন দিন ভয়াবহ হচ্ছে

মুক্তা বেগম, গাজীপুর : দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে শিক্ষকের অভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, যা পাঠদানের ধারাবাহিকতা ও শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কলেজগুলোতে জরুরি ভিত্তিতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কলেজ পরিদর্শনে গিয়ে দেখেছি, অধিকাংশ কলেজেই শিক্ষক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। শিক্ষার মান রক্ষা ও উন্নয়নে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আজ রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদান নয়, বরং সময়োপযোগী দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নতুন সিলেবাস প্রণয়ন, সিলেবাস সংস্কার, আইসিটি স্কিল, হার্ড স্কিল এবং ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা, উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, কলেজ মনিটরিং ও অডিটিংসহ বহুমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে, বলে তিনি জোর দেন।

এ সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহযাত্রী হিসেবে কাজ করা সংগঠন NUSDF (National University Skill Development Forum)-এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাঙচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, আহ্বায়ক আ.ন.ম সরওয়ার আলম, অধ্যক্ষ ওমরগনি এমইএস কলেজ, পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর (গণ উন্নয়ন কেন্দ্র), সহকারী মহাব্যবস্থাপক আরিফ আহমদ (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ), সদস্য বাদল সৈয়দ (জাতীয় রাজস্ব বোর্ড), ভাইস প্রেসিডেন্ট শাফায়েত হাসান (এনসিসি ব্যাংক), প্রতিষ্ঠাতা বেনজির আবরার (এক্সিলেন্স বাংলাদেশ), পরিচালক দীপেশ নাগসহ (গ্রামীণ ড্যানোন ফুডস) আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি অংশের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে। তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষণের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ এখন সময়ের দাবি।

একে