কলেজছাত্রীকে উত্ত্যক্ত সৈয়দপুরে দুই বখাটের জরিমানা

 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে কলেজপড়ুয়া তিন বোনকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলা নির্র্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহা. মুসা এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সৈয়দপুর শহরের দক্ষিণ নিয়ামতপুর আদানী মোড় মহল্লার আব্দুল মোতালেবের ছেলে শাহ আলম ও একই মহল্লার বাবুল মণ্ডলের ছেলে আব্দুর রহমান। তারা দুজনেই সৈয়দপুর কামারপুকুর কলেজের ছাত্র।