Print Date & Time : 30 August 2025 Saturday 8:36 am

কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি: ঠিকানা বাসের চালক-সহকারী আটক

শেয়ার বিজ ডেস্ক: বাসে হাফ পাস দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহনের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে র‍্যাব।

রোববার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল ও মেহেদী হাসান।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী অধ্যক্ষ সাবিকুন্নাহার বরাবর লিখিত অভিযোগ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, পাবলিক বাসে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।’

খন্দকার আল মঈন বলেন, ‘ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। শিক্ষার্থীর ওই অভিযোগের ভিত্তিতে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বাসে ভাড়া নিয়ে ওই শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটির বিষয়টি স্বীকার করলেও ধর্ষণের হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এই বিষয়ে মামলা দায়েরের পর তদন্তের মাধ্যমে ঘতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, গত শনিবার রাতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে সে বাসা থেকে কলেজে যাওয়ার পথে ঠিকানা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় চালকের সহকারীর কাছে ধর্ষণের হুমকি পান বলে উল্লেখ করেন।

এই ঘটনা ছড়িয়ে পড়লে গতকাল রোববার রাজধানীর বকশিবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা এ অবরোধ কর্মসূচি থেকে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।