কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জান্নাত এবং আলেয়া দুই চাচাতো বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে দুই কন্যাশিশুর। এ ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকাবাসী শোকে মুহ্যমান।

নিহত কন্যাশিশু আলেয়া আক্তার (৪) ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে এবং জান্নাত আক্তার (৪) রাজীব মিয়ার মেয়ে।

নিহতদের পরিবার, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, খেওড়া গ্রামের আপন দুই ভাই রাজীব মিয়া এবং রবিন মিয়া। তাদের দুই মেয়ে জান্নাত এবং আলেয়া একই বয়সী। সম্পর্কে চাচাতো বোন হলেও সহোদররা বোনের ন্যায় সারাদিন একসঙ্গেই থাকত-খেলত দু’জন। নিত্যকার মতো বুধবার দুপুরেও একত্রেই খেলাধুলা করছিল।

এদিকে বাড়িতে নতুন ঘর নির্মাণ নিয়ে মত্ত ছিল বাড়ির সদস্যরা। ফলে সবার অলক্ষ্যে খেলাধুলার এক ফাঁকে শিশু জান্নাত এবং আলেয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দু’জনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন তাদের দু’জনকেই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় নিহতদের পরিবারসহ গোটা এলাকায় নামে শোকের ছায়া।

কসবা থানার পরিদর্শক মুহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’