Print Date & Time : 12 September 2025 Friday 4:59 pm

কসবায় প্রান্তিক কৃষকদের ঋণ দিল এবি ব্যাংক

এবি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্টকার্ডের মাধ্যমে কৃষিঋণ দিয়েছে। কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। বিজ্ঞপ্তি