Print Date & Time : 28 August 2025 Thursday 8:31 am

কসবায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. সালাউদ্দিন (৪৫) নামের স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকালে কসবা উপজেলার তিনলাখপীর-চাপগাছ সড়কের শ্যামবাড়ির ভাংতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সালাউদ্দিন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের আবুল খায়ের মুন্সির ছেলে। সে মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূইয়া জানান, সকালে নিজ মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন মো. সালাহউদ্দিন। সকাল ৯টার দিকে তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি এলাকার ভাংতি নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।