Print Date & Time : 27 August 2025 Wednesday 2:04 pm

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

শেয়ার বিজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)।

বিজিবি জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। বিএসএফ তখন ছররা গুলি ছুঁড়ে। পরে তাদের মধ্যে দু’জনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান সীমান্তে দু’জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে।