Print Date & Time : 16 September 2025 Tuesday 1:55 am

কাগজ খাতে শেয়ার ক্রয়ের চাপ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেন গতকাল কমেছে এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে। এদিন কাগজ ও মুদ্রণ খাতে শেয়ার ক্রয়ের চাপ বেশি থাকায় খাতটিতে শেয়ারদর বেশি বেড়েছে এবং বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে এসেছে। এরপর আগ্রহের শীর্ষে যথাক্রমে সেবা ও আবাসন এবং বিমা খাতের শেয়ার রয়েছে।

পুঁজিবাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা কাগজ ও মুদ্রণ খাতের শেয়ারদর বেড়েছে ৪ শতাংশ। এদিন খাতটিতে মোট ছয়টি কোম্পানির লেনদেন হয়েছে এবং তিনটি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এরপর অবস্থান করা সেবা ও আবাসন খাতের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ। এ খাতে লেনদেন হওয়া ৪টি কোম্পানির মধ্যে ২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। তৃতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর গতকাল ১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। গতকাল আলোচ্য খাতে লেনদেন হয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার এবং দর বেড়েছে ১২টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম ছিল সবচেয়ে বেশি সিরামিক খাতের শেয়ারে। গতকাল খাতটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য খাতে গতকাল ৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে দর কমেছে সব কোম্পানির শেয়ারের। এরপর রয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার। এ খাতে গতকাল ৪টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে এবং ২টি কোম্পানির শেয়ারদর কমেছে। শেয়ারদর কমার দিক থেকে গতকাল তৃতীয় স্থানে ছিল প্রযুক্তি খাত। খাতটিতে গতকাল ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে ৮টি কোম্পানির শেয়ারদর কমেছে।

এদিকে লেনদেনের দিক থেকে গতকাল সবার শীর্ষে ছিল বিবিধ খাত। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ওষুধ ও রসায়ন খাতে গতকাল ১৫ শতাংশ লেনদেন হয়েছে। ১১ দশমিক ২০ শতাংশ লেনদেন করে গতকাল তৃতীয় স্থানে ছিল প্রকৌশল খাত। গতকাল ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রযুক্তি খাত।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১২ দশমিক ৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯ দশমিক ৭২ পয়েন্টে এবং ২ হাজার ৩৩০ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইতে গতকাল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৯৪টির বা ২৫ দশমিক ৭৫ শতাংশের, শেয়ারদর কমেছে ৮৫টির বা ২৩ দশমিক ২৯ শতাংশের এবং ১৮৬টির বা ৫০ দশমিক ৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।