কাগজ ঠিক থাকলে ফুল, না থাকলে মামলা

প্রতিনিধি, জয়পুরহাট: দ্রুততম সময়ের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র চেকিংসহ ট্রাফিক হয়রানি রোধে জয়পুরহাটে শুরু হলো পজ-মেশিন প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের ই-ট্রাফিকিং ব্যবস্থা। গতকাল সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় জেলা পুলিশের আয়োজনে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ।

এ সময় অভিযানে মোটরচালকদের মোটরযানের সব ধরনে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে সে সব চালকদের কাগজপত্র সঠিক পাওয়া যায়, তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। আর যেসব চালকদের কাগজপত্র ঠিক নেই তাদের গাড়ির বিরুদ্ধে পজ-মেশিনের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক আইন বিষয়ে সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সদর থানার ওসি আলমগীর জাহান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম প্রমুখ।