Print Date & Time : 27 August 2025 Wednesday 6:25 pm

কাচ্চি ভাই’র ম্যানেজারসহ আটক ৩

শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডে একটি ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের একজন ম্যানেজার ও চুমুক রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গ্রিন কজি কটেজ নামক ওই ভবনে আগুনে ৪৬ জন নিহত হন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ভবন মালিকসহ যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।

রমনা জোনের সহকারী কমিশনার মুহাম্মদ সালমান ফারসি বলেন, এ ব্যাপারে মামলা করা হচ্ছে।