Print Date & Time : 6 August 2025 Wednesday 3:29 am

কাঠমান্ডুতে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্যমেলা

শেয়ার বিজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্যমেলা ‘তৃতীয় বাংলাদেশ এক্সপো ২০১৭’ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

নেপালের সাপ্লাই মন্ত্রী দীপক ভোরা গত মঙ্গলবার মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের বাণিজ্যবিষয়ক সচিব নাইন্দ্রা উপাধ্যায়, এফএনসিসিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভবানী রানা, নেপাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ড. রাজেশ কাজী শ্রেষ্ঠা, সিএনআইএর প্রেসিডেন্ট হরি ভক্ত শর্মা এবং টিইপিসিএর নির্বাহী পরিচালক।

নেপালে বাংলাদেশের বাণিজ্য রফতানি প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে। ইতোমধ্যে নেপালের বাজারে বাংলাদেশের ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন, ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রহিম আফরোজ ও প্রাণ-আরএফএল গ্রুপ তাদের বাজার সম্প্রসারণে সফল হয়েছে। এসব প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি দীপক ভোরা। মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ-আরএফএল, রহিম আফরোজ, ওয়ালটন, এসিআই, সজিব ফুড, এপেক্স ফুটওয়্যার, ড্যাফোডিল ফ্যামিলি, ইফাদ, বসুন্ধরা গ্রুপ, মীর সিরামিক অ্যান্ড সিমেন্ট,শরীফ মেটালসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি