Print Date & Time : 13 August 2025 Wednesday 12:49 am

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করল স্পেন

শেয়ার বিজ ডেস্ক: কাতালোনিয়ার নেতা কর্লোস পুজদেমন স্বাধীনতার হুমকি দেওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসন স্থগিত করছে স্পেন সরকার। ফলে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ রায় পেয়েও তা আটক গেল। আগামী শনিবার থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে বলে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের দফতর জানায়। খবর গার্ডিয়ান, বিবিসি।

কার্লোস পুজদেমনকে স্বাধীনতা থেকে ফিরে আসতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর স্পেন সরকার এ সিদ্ধান্ত নিল। গতকাল বৃহস্পতিবার সকালে স্পেন সরকার জানায়, স্বায়ত্তশাসন পরিহার করে সরাসরি শাসনভার নেওয়ার জন্য স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী বৈঠকে বসবেন পার্লামেন্ট সদস্যরা। এরপর পুরোপুরি সিদ্ধান্তের কথা জানানো হবে।

এদিকে কাতালোনিয়ার নেতা কর্লোস পুজদেমনের স্বাধীনতার প্রশ্নে স্পেন সরকারকে বৃহস্পতিবার আলোচনার জন্য যে প্রস্তাব পাঠান, তা প্রত্যাখ্যান করেন স্পেনের প্রধানমন্ত্রী রাজয়।

এর আগে কাতালোনিয়ার নেতা কর্লোস পুজদেমনকে স্বাধীনতার প্রশ্নে ১৬ অক্টোবর পর্যন্ত পর্যন্ত আট দিনের সময় দেয় স্পেন। এর মধ্যে স্বাধীনতা ঘোষণা করেছেনÑপুজদেমন যদি এটি নিশ্চিত করেন, তাহলে তা সংশোধনের জন্য ১৯ অক্টোবর পর্যন্ত আরও তিন দিন সময় পাবেন তিনি। এতে ব্যর্থ হলে অনুচ্ছেদ ১৫৫ কার্যকর করে সরাসরি শাসনভার স্পেন নিয়ে নেবে বলে হুশিয়ারি দিয়েছেন রাজয়।

বিশ্লেষকরা মনে করেন, স্পেন ফের কাতালোনিয়ার ক্ষমতা দখল করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কাতালান সরকার ও স্পেন সরকারের মধ্যে এটি ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকট দেখছেন বিশ্লেষকরা।

এর আগে মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদ ইস্যু থেকে বেরিয়ে আসতে না পারলে আগামী বছর স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি নি¤œগতির হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও স্পেনের কেন্দ্রীয় সরকার। ইতোমধ্যে স্পেনের পর্যটন খাতে পর্যটক কমতে শুরু করেছে।

১৯৮১ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর স্পেনের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের একটি সমাধানেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করলে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা পাবেন রাজয়।

নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ কাতালোনিয়াকে হারানো স্পেনের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে; কারণ দেশটির অর্থনৈতিক আয়ের এক-পঞ্চমাংশ ও রফতানি আয়ের এক-চতুর্থাংশেরও বেশি ওই অঞ্চলটি থেকেই আসে। স্পেনের মোট জিডিপির শতকরা ১৯ ভাগ আসে স্বায়ত্তশাসিত কাতালোনিয়া থেকে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর স্পেনের সরকার ও সাংবিধানিক আদালতকে উপেক্ষা করে অনুষ্ঠিত গণভোটে ৪৩ শতাংশ ভোটার তাদের রায় জানাতে পেরেছিলেন। ২৩ লাখ ভোটের ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে পড়েছে বলে নির্বাচনী কর্মকর্তারা জানান। ভোট রুখতে সর্বশক্তি প্রয়োগ করেছিল স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন কেন্দ্র দখলে নিয়ে নির্বাচনী সামগ্রী জব্দ করেছিল তারা। এ নিয়ে ভোট দিতে ইচ্ছুকদের সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের।