Print Date & Time : 20 August 2025 Wednesday 4:04 pm

কানাডায় গোলাগুলিতে নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক : কানাডায় গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন। খবর রয়টার্সের

পুলিশ জানায়, ভ্যাঙ্কুভারের উপকণ্ঠে ল্যাংলি শহরে মধ্যরাতের দিকে গোলাগুলি শুরু হয়। বন্দুকধারীর হামলায় চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদের দুজন নিহত এবং এক নারীসহ দুজন আহত হন। সংকটাপন্ন ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন। বন্দুকধারী একজন পুরুষ বলে মনে করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের গুলিতে ঘটনাস্থলে বন্দুকধারী নিহত হন। ল্যাংলি শহর ও উপশহর এলাকার অন্তত পাঁচটি স্থানে গোলাগুলির এ ঘটনা ঘটে। আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) চিফ সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি বলেন, ‘হামলাকারী একাই ছিলেন কি না, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

বন্দুকধারী ও হতাহত ব্যক্তিদের শনাক্ত করা গেলেও পুলিশ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। অবশ্য সতর্কতা জারির সময় বন্দুকধারী শ্বেতাঙ্গ ও টি-শার্ট পরিহিত ছিলেন বলে জানানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডায় নির্বিচারে বন্দুক হামলার ঘটনা অনেক কম। দক্ষিণের এই প্রতিবেশীর তুলনায় কানাডায় কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে। অবশ্য লাইসেন্স থাকলে কানাডীয়রা অস্ত্র রাখতে পারেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শ্রেণিকক্ষে বন্দুকধারীর হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হওয়ার এক সপ্তাহ পর মে মাসে জাতীয়ভাবে হাতবন্দুক নিষিদ্ধ করে একটি আইন প্রস্তাব করে অটোয়া।