Print Date & Time : 2 September 2025 Tuesday 2:47 pm

কানাডায় ছুরি হামলা, নিহত ১০

শেয়ার বিজ ডেস্ক: কানাডায় পৃথক ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। দেশটির সাচকাচুয়ান প্রদেশে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে হামলার ওই ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

স্থানীয় সময় রোববার এসব ছুরি হামলার ঘটনা ঘটে। রয়্যাল কানাডা পুলিশ জানায়, পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছে তারা। সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলস স্যান্ডারসন (৩০) একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। তাদের চুলের রং কালো ও চোখ বাদামি বলে জানিয়েছে পুলিশ। তাদের ধরতে প্রদেশে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবায়ও একই সতর্কতা জারি হয়।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ হামলা ভয়ংকর ও হƒদয়বিদারক। যারা এ হামলায় প্রিয়জন হারিয়েছেন ও যারা আহত হয়েছেন, আমি তাদের কথা ভাবছি।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী তাদের ব্যবহƒত গাড়ি পরিবর্তন করেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তাদের সর্বশেষ অবস্থান ও তারা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। আজ যা ঘটেছে সেটা আমাদের প্রদেশের জন্য খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা এখনও তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। সন্দেহভাজন দুই হামলাকারীর মধ্যে সম্পর্ক কী তা জানার চেষ্টা চলছে। পুলিশের তালিকায় তাদের নাম রয়েছে কি না দেখা হচ্ছে।

সাচকাচুয়ান পুলিশ জানায়, গত রোববার সকালে প্রদেশের বিভিন্ন স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে। হামলা হয়েছে এমন অন্তত ১৩ স্থান শনাক্ত করেছে তারা। তদন্ত চলছে। এলোপাতাড়ি হামলা হলেও কয়েকজন মানুষ আগে থেকে লক্ষ্যবস্তু ছিলেন বলে মনে হচ্ছে।  আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাচকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য অতিরিক্ত স্বাস্থ্যকর্মী চেয়ে তাদের পক্ষে থেকে আহ্বান জানানো হয়েছে।