কানাডায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

শেয়ার বিজ ডেস্ক: কানাডার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি ছোট বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কানাডার ম্যানিটোবা প্রদেশে ট্রান্স-কানাডা হাইওয়েতে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটির বেশিরভাগ যাত্রী বয়স্ক ব্যক্তি ছিলেন। তাদের বেশিরভাগই ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্মকর্তারা জানান।