কানাডায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

শেয়ার বিজ ডেস্ক: কানাডার কেন্দ্রীয় ম্যানিটোবা প্রদেশে গত বৃহস্পতিবার একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বাসটির বেশিরভাগ যাত্রী বৃদ্ধ ছিলেন। খবর: সিএনএন।

এক টুইটে কানাডা পুলিশ বলেছে, উইনিপেগের পশ্চিমাঞ্চলে কারবেরি শহরের কাছে বড় ধরনের দুর্ঘটনার পর তাদের কর্মকর্তারা সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে জরুরি উদ্ধার তৎপরতা বিভাগের কর্মী এবং রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের বিভিন্ন দল উপস্থিত রয়েছে।

আরসিএমপি মানিটোবার কর্মকর্তা রব হিল বলেন, হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে প্রায় ২৫ জন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই অঞ্চলের হাসপাতালগুলো বলছে, তাদের সব বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কারবেরির উত্তরে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক জানিয়েছেন। তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয়, ম্যানিটোবার কারবেরিতে এ দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় স্বজন হারানো মানুষদের গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ট্রুডো বলেন, আপনারা কী ধরনের বেদনাদায়ক পরিস্থিতি পার করছেন, তা আমি কল্পনাও করতে পারছি না। তবে কানাডীয়রা আপনাদের পাশে আছে।

ম্যানিটোবার প্রধান হিথার স্টেফানসন এক টুইট বার্তায় লিখেছেন, কারবেরির কাছে এ মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি মর্মাহত হয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমি অত্যন্ত আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাদেশিক আইনসভার পতাকা অর্ধনমিত রাখা হবে।

কর্তৃপক্ষ বলেছে, তারা সড়কটিকে দুই পাশ থেকে বন্ধ রেখেছে। চলাচলের ক্ষেত্রে ওই এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে কানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকাচেওয়ান প্রদেশে একই ধরনের এক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন। তখন হকি খেলোয়াড়দের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।