শেয়ার বিজ ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এরপর শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। কভিড-১৯ টিকা ও বিধিনিষেধের বিরোধিতায় গত তিন সপ্তাহ ধরে দেশটিতে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। খবর: সিএনএন।
বিক্ষোভ দমনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। আত্মগোপনে যেতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো। তিনি বিক্ষোভকারীদের ব্যাংক হিসাব জব্দের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে স্থিমিত হতে থাকে আন্দোলন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আন্দোলন যখন শেষ হতে চলছিল তখনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটল। চলমান বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করে দেশটির প্রশাসন। এরই অংশ হিসেবে গত শুক্রবার বিক্ষোভকারীদের সড়ক থেকে তুলে দিতে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। এর একপর্যায়ে কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। কাউকে রাস্তায় ফেলে হাতকড়া পরাতে দেখা যায়।
অটোয়ার কেন্দ্রস্থলের সড়কগুলো থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় পুলিশ। এতে অশ্বারোহী পুলিশও অংশ নেয়। তারা সেখানে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়েন। এছাড়া নগরীর কেন্দ্রস্থল অবরোধ করে রাখা গাড়িগুলো সরানো শুরু করেন। পরিস্থিতি আরও নাজুক বা সহিংস হতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ জরিমানা ও গ্রেপ্তারের হুমকি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেয়েছিল।
পুলিশের অভিযোগ, আন্দোলনকারীরা শিশুসুলভ আচরণ করছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শেষ বিকালের দিকে বিক্ষোভকারীরা ‘আক্রমণাত্মক আচরণ’ করে। এ সময় পুলিশ একশর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং প্রায় ২০টি গাড়ি আটক করেন। পুলিশ জানায়, বিক্ষোভের বেশিরভাগ নেতাকে আটক করা হয়েছে। তবে অভিযানে হতাহত হয়নি বলে জানান, অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল। তিনি আরও বলেন, কভিড নীতির বিরুদ্ধে চলা বিক্ষোভ অবসানে অভিযান চালানো হয়েছে। অভিযানে শত পুলিশ মোতায়েন করা হয়।