Print Date & Time : 9 September 2025 Tuesday 4:22 pm

কানাডায় রয়েল মিলিটারি কলেজে দুর্ঘটনায় নিহত ৪

শেয়ার বিজ ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশে একটি মিলিটারি কলেজে দুর্ঘটনায় চার সামরিক ক্যাডেট নিহত হয়েছেন।

কানাডিয়ান ফোর্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। খবর: ওয়াশিংটন পোস্ট।

কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, শুক্রবার ভোররাতে (স্থানীয় সময়) কিংস্টন রয়েল মিলিটারি কলেজ ক্যাম্পাসে ওই ক্যাডেটদের বহনকারী গাড়িটি পানিতে পড়ে।

কলেজের কমোডোর জোজে কুর্তজ বলেন, রয়েল মিলিটারি কলেজের চতুর্থ বর্ষের চার ক্যাডেট একটি গাড়িতে ছিলেন। ক্যাম্পাসের ফ্রেডরিক পয়েন্টে তাদের বহনকারী গাড়িটি পানিতে পড়ে গেলে চারজনেরই মৃত্যু হয়।

ওই চার ছাত্র তাদের বিএ ডিগ্রি শেষ করার পর্যায়ে ছিল বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে দুজন মিলিটারি ও স্ট্র্যাটেজিক স্টাডিজের ছাত্র ছিলেন এবং সেনাবাহিনীর আর্মার কোরের কর্মকর্তা হওয়ার পর্যায়ে ছিলেন তারা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।