Print Date & Time : 14 September 2025 Sunday 6:57 am

কানাডার ওপর পালটা শুল্কারোপের হুমকি ট্রাম্পের

শেয়ার বিজ ডেস্ক: কানাডা যুক্তরাষ্ট্রের কাঠ ও দুগ্ধজাত পণ্যের ওপর বছরের পর বছর শুল্কারোপ করে নিঃশেষ করে দিচ্ছে। এ অবস্থায় কানাডার ওপর অবিলম্বে পালটা শুল্কারোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ওভাল অফিসে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে তিনি এই হুমকি দেন। খবর ভয়েস অব আমেরিকার।

ট্রাম্প বলেন, আমাদের দুগ্ধজাত পণ্য ও কাঠের ওপর কানাডা যে প্রচণ্ড শুল্কারোপ করে সে কারণে কানাডায় যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি করা অসম্ভব হয়ে উঠেছে।

তিনি বলেন, কানাডা এই শুল্ক প্রত্যাহার করতে রাজি না হলে, তিনি একই রকম শুল্ক আরোপ করবেন কানাডার ওপর।

ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য মূলতবি করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি এ কথা জানার পর যে কীভাবে তার সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানল চোরাচালান বন্ধ করতে সাহায্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক দেরিতে কার্যকর করবেন।

এক দিন আগেই যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম গাড়ি নির্মাতা এ কথা জানানোর পর যে শুল্কারোপ করলে তাদের মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি এই দুটি দেশ থেকে গাড়ি আমদানির ওপর শুল্কে বিরতি দিচ্ছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, ভারত আমাদের ওপর প্রচুর শুল্ক আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতে কিছু বিক্রি করতে পারে না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে এবং শুল্ক ও শুল্ক-মুক্তির বাধা কমিয়ে আনবে এবং দুই দেশের মধ্যে সাপ্লাই চেইনকে সমন্বিত করবে।