কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ব্যাংকিং ক্যারিয়ার’ শীর্ষক স্টুডেন্ট ব্যাংকিং রোডশোর আয়োজন করে পদ্মা ব্যাংক লিমিটেড। রাজধানীর প্রগতি সরণি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোডশো উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্স অফিসার এম আহসান উল্লাহ খান, ব্যাংকের হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী, কানাডিয়ান ইউনির্ভাসিটির ডিন অধ্যাপক জহুরুল আলম, স্কুল অব বিজনেসের প্রধান এসএম আরিফুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 28 August 2025 Thursday 7:28 am