Print Date & Time : 12 August 2025 Tuesday 10:49 pm

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে গবেষণা সেল

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের অধীনে পৃথক দুটি গবেষণা সেল যাত্রা করেছে। সেল দুটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সিইউবির সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ইইই বিভাগের প্রধান ড. মো. শাহরুখ আদনান খান। গবেষণা সেল দুটি হলো ‘স্মার্ট সিটি প্ল্যানিং সেল’ ও ‘আইওটি অ্যান্ড বিগ ডেটা রিসার্চ অ্যান্ড কমার্শিয়ালাইজেশন সেল’।
সিইউবির গবেষণা কর্মে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে চার শিক্ষার্থীকে ইভ্যালুয়েশন টেস্টের মাধ্যমে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম (পিইঞ্জ), বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার অধ্যাপক ড. নজরুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর উইলিয়াম এইচ ডেরেঞ্জার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাহাউদ্দিন মোহাম্মদ ঈছা উপস্থিত ছিলেন।