কানাডিয়ান ইউনিভার্সিটিতে যোগ দিলেন প্রফেসর সৈয়দ আক্তার হোসেন

নিজস্ব প্রতিবেদক: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন প্রফেসর সৈয়দ আক্তার হোসেন। তিনি শনিবার (১ জানুয়ারি) যোগদান করেন।

এর আগে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একই পদে দায়িত্ব পালন করেন।

প্রফেসর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ফলিত পদার্থবিদ্যায় স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অনুষদে প্রথম স্থান অর্জন করায় স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পিএইচডি অর্জন করেন।

তিনি কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ফ্রাঞ্চের লুমিয়ের বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।