শোবিজ ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে সবার নজর কাড়লেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ উৎসবে হেঁটেছেন লালগালিচায়। হাঁটার পাশাপাশি সেদিন ভিড়ের মাঝে হাত না নেড়ে বরং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হাতজোড় করে ‘নমস্কার’ জানিয়ে আলোচনায় এসেছেন এ বলিউড সুন্দরী। ৭২তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অভিষেক হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ডিজাইনার রবার্টো কাভাল্লির করা তৈরি শিমারি কালো স্ট্র্যাপলেস গাউন পড়ে বৃহস্পতিবার কানের লালগালিচায় মাতিয়ে রেখেছিলেন তিনি। প্রিয়াঙ্কার মেকআপ ও উইঙ্গড আইলাইনারের সঙ্গে ছিল বেরী রঙের লিপস্টিক। চুল ছিল কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো। প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে লাল গালিচার হাঁটার অসংখ্য ছবি পোস্ট করেন। কান উৎসবে অভিষেক নিয়ে প্রিয়াঙ্কা বেশ উত্তেজিতই ছিল।
