কান উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’

শোবিজ ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’। মনজুরুল আলম পরিচালিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের শর্ট ফিল্ম কর্নারের ক্যাটালগে যুক্ত হয়েছে এর সংক্ষিপ্ত তথ্য ও পোস্টার।

‘মেঘে ঢাকা’র ইংরেজি নাম ‘লাইফ উইদাউট সান’। এটি পরিচালনা করেছেন মনজুরুল আলম। এর গল্প আর চিত্রনাট্যও তারই। কানে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়োজকরা আমার চলচ্চিত্র নির্বাচন করেছেন। এজন্য আমি আনন্দিত। বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, একটি মানবিক গল্পের মাধ্যমে এ চলচ্চিত্রে সেই বার্তা তুলে ধরতে চেয়েছি।’

১১ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রের মূল চরিত্র সুবিধাবঞ্চিত শিশু হাবু। সে গ্রামের তাঁত শ্রমিক। প্যারালাইজড বাবাকে নিয়েই তার পৃথিবী। হঠাৎ ঘূর্ণিঝড়ে তাঁত শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গ্রামে বেঁচে থাকার অবলম্বন না দেখে বাবাকে নিয়ে হাবু কাজের সন্ধানে ঢাকায় আসে। কিন্তু শহরে এসেও রোদ্দুরের দেখা মেলে না হাবুর। রাজধানীতেও বাবাকে নিয়ে নতুন ঝড়ের মুখোমুখি হয় সে। হাবু চরিত্রে অভিনয় করেছেন হাবিব অরিন্দ্য।

চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে পাবনার আটগরিয়া, হাতিরঝিল, তেজগাঁও রেল স্টেশন, ফার্মগেইটসহ বিভিন্ন স্থানে। এর সম্পাদনা করেছেন সবুজ খান। শব্দসজ্জা করেছেন রিপন নাথ। ফিল্মিয়ানা প্রোডাকশনের ব্যানারে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জনি হক ও মনজুরুল আলম।

কানের এবারের আসরে শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে জসিম আহমেদের ‘আ পেয়ার অব স্যান্ডেল’। আসছে ৮ মে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত উৎসব চলবে।