Print Date & Time : 28 August 2025 Thursday 9:34 am

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

জানা যায়, ক্যাম্পেইনে ৫৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি তাদের ওষুধসামগ্রী দেয়া হয়েছে। কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গাছড়া জোন এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

এ সময় কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান (এএমসি), ইউপি সদস্য মো. সরোয়ার হোসেনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।