কাপ্তাই লেকে নৌ-দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই লেকে স্পিডবোট ও মালবাহী ছোট টলারের মধ্যে সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে মাইনীমুখ থেকে যাত্রী নিয়ে রাঙামাটিমুখী একটি স্পিডবোট রওনা হয়। মাঝপথে মধুয়াছড়া এলাকায় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ছোট টলারের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীরা কাপ্তাই লেকে পড়ে যায়। এতে জান্নাতুল বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়। পরে দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন লংগদু উপজেলার বাসিন্দা সালমান (৮) এবং কবির হোসেন (৬০)।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন বলেন, স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারালে সেটিচর সঙ্গে মালবাহী ছোট টলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মহিলার মৃত্যু হয় এবং দুজন আহত হন।