Print Date & Time : 15 August 2025 Friday 7:23 am

কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ফরিদপুর : ২০০ বছরের প্রাচীন ফরিদপুরের কামারখালী বাণিজ্যিক কেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলার কামারখালীর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, এ বাণিজ্যিক কেন্দ্র থেকে ইজারার মাধ্যমে প্রতি বছর ৪০ থেকে ৪৫ লাখ টাকা রাজস্ব আদায় করে থাকে সরকার। আর এ বাজারের মধ্যবর্তী রাস্তা দিয়ে রেললাইন তৈরি হলে ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বেন।

তাদের দাবি, মধুখালী-মাগুরা রেললাইন বাজারের ওপর দিয়ে না নিয়ে পাশ দিয়ে স্থাপন করলে স্থানীয়রা উপকৃত হবেন।

এ সময় বক্তব্য রাখেন কামারখালী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম বাবলু, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজি মতিউল ইসলাক মুরাদ, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী প্রমুখ।