Print Date & Time : 30 July 2025 Wednesday 4:45 am

কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সগির হোসেন ও সাজিদ আনোয়ারের নেতৃত্বে সকাল ১১টা থেকে রেললাইনের পাশ থেকে অভিযান শুরু হয়।
অভিযানে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসের পশ্চিম দিকে তেজগাঁও থানা আওয়ামী লীগের কারওয়ান বাজার শাখা, জনতা টাওয়ারের পশ্চিমে জাতীয় যুব সংহতি ও উত্তর দিকে জাতীয় শ্রমিক লীগ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে কৃষক লীগের তেজগাঁও থানা কার্যালয় উচ্ছেদ করা হয়।
বেলা ২টার পর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় দোকান মালিকদের একটি তিনতলাবিশিষ্ট আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসমাঈল মোল্লা বলেন, ‘মেয়র হানিফ সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এখানে বসেছিলাম। প্রায় ৩০ বছর ধরে করছি। আমরা বারবার সিটি করপোরেশনকে রাজস্ব দিতে চেয়েছি, কিন্তু তারা নিতে রাজি হয়নি। তাহলে আমরা কীভাবে অবৈধ হলাম?’ অভিযানে ১০০ কাঠ ব্যবসায়ীর মোট ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সগির হোসেন বলেন, ফলপট্টি এলাকা থেকে অভিযান শুরু হয়েছে। কারওয়ান বাজারে সিটি করপোরেশনের সব রাস্তা ও ফুটপাতের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তবেই অভিযান শেষ হবে।
এর আগে বেলা ১টায় উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজারের রাস্তা ও ফুটপাত অবৈধ স্থাপনামুক্ত রাখতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। প্রয়োজনে আজকেই এই মনিটরিং টিম গঠন করা হবে। যেসব এলাকায় এখন উচ্ছেদ অভিযান হয়েছে, সেখানে রাস্তা ও ফুটপাত যেন আর পুনর্দখল না হয়, সে জন্য তারা নিয়মিত খোঁজখবর রাখবেন। উচ্ছেদ অভিযান শেষ না হওয়া পর্যন্ত কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে অবস্থানের ঘোষণা দেন তিনি।